বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

গুগোল ম্যাপ মেকার্স, রিভিউ ও আমরা



আমার অনলাইনের সবথেকে প্রিয় কাজ হলো গুগোলের সাথে গুগলি গুগলি খেলা। এর পরবর্তী স্থান অধিকার করে আছে গুগোল ম্যাপস এর রাস্থা ঘাট এ নজর রাখা। এরি পরিক্রমায় গত লেখায় লিখেছিলাম গুগোল লোকাল গাইডসসার্ভিস এর প্রয়োগ সম্পর্কে বাংলাদেশের কিছু লোকাল গাইডস এর অল্প কিছু নেতিবাচক কথা। যেটা হয়তোবা অনেকের কাছেই ভালো লাগেনি। অনেকের কাছেই মনে হয়েছে আমি আমাদের দেশের লোকাল গাইডস কমিউনিটির নেতিবাচক দিক তুলে ধরেছি আমাদের কমিউনিটিকে ছোট করার জন্য। কিন্তু তার পিছে যে সমস্যা গুলো তুলে ধরে তার সমাধানের একটি আকুতি ছিলো তা হয়তোবা আমার লেখার ক্ষমতার অসম্পূর্ন্তার কারনে তাদের চোখ এড়িয়ে যেয়ে থাকতে পারে। তবু তারা যদি আমার লেখায় কষ্ট পেয়ে থাকে তবে আমি ক্ষমাপ্রার্থী। আমি আরো বেশী ক্ষমাপ্রার্থী এই জন্য যে এমন যদি চলতেই থাকে হয়তো আমাকেও এমন লিখা লিখে আবার নিজেকে তাদের চোখে আরো নিচে নামিয়ে ফেলতে হবে। যাই হোক কালকের ব্যপার কাল্কেই থাকুক, আজকের ব্যাপারে আসি।

মহান জ্ঞানী তাউসিফ নূরের মত কর যদি বলতে হয়,
 
- "আজ আমরা যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে, এই তোমার নামটা কি?"
- "গুগোল ম্যাপস ম্যেকার"
- "হ্যা ওর নাম হচ্ছে গুগোল ম্যাপস ম্যেকার, আপনারা যে যেখানেই ওকে পাবেন ওর সাথে অনেক মজা করবেন, অনেক মজ্জা করবেন"

ব্যাপারটা আসলেই কিছুদিন ধরে এমনই হয়ে গেছে। গুগোল ম্যাপস মেকার অনেক বেশী মজা করার জায়গা হয়ে উঠেছে কিছু দিন ধরে। রসিক ম্যাপস মেকাররা মজ্জা করতে যেয়ে পাকিস্থানে ম্যাপস ভূক্ষন্ডে এ্যান্ড্রোয়েড লোগো দিয়ে এ্যাপেলের লোগোকে হিসিতে সাওয়ার দিয়ে দেয় আর বাংলাদেশ সহ আরো কিছু কান্ট্রি ম্যাপিং থেকে কয়েকমাস রেস্ট্রিক্টেড থাকে। ইন্ডিয়ান মহাজ্ঞানী কিছু ম্যাপস মেকার যাদের কেউ কেউ আবার পেইড মেকার বাংলাদেশের ভূক্ষন্ডে এসে নদীর বুকে স্কুলের ম্যাপ দাড়া করাইয়া দেয়। আমাদের লোকাল এলাকার ম্যাপিং এ এসে আমাদেরকে আমাদের এলাকা চিনিয়ে দেওয়ার কৃতিত্বও দেখিয়ে গেছেন ওপাড়ের কিছু দাদারা। এতে অনেক মজ্জা পেয়েছিলেন হয়তো দাদারা। সেই মজাটা এখন মনে হয় তারা কমই নেন। কিন্তু সে টাইপ মজা নেয় এখন আমাদের কিছু নিজের দেশের দাদারা। তাদের কথাও বলবো। একটু সবুর। আর সাথে আছে আমাদের কিছু অতি উতসাহি না  বুঝে ম্যাপিং করে সংখ্যা বাড়ানো খেলায় মত্ত ভাই ব্রাদার ।

আমি বেশী দিন ধরে ম্যাপিং নিয়ে কাজ করছি না। এটাতেও আমার স্বল্প বিদ্যা ভয়ংকর টাইপ অবস্থা হয়েছে। আমি মাপিং নিয়েও গিবদ গাইতে বসে গেছি। যখন প্রথম পরিচয় হলো দেশের কিছু দেশের কিছু RER ও ডেডীকেটেড ম্যাপার এর সাথে, তাদের কাছ থেকে জানলাম তাদের সুন্দর প্রক্ক্রিয়ার কথা, তাদের চেষ্টায় আমাদের দেশের ম্যাপারদের জন্য ম্যাপিং সহজ হয়ে ঊঠেছে।  কিন্তু যাদের ম্যাপিং সহজে এ্যাপ্রুভড হতো না তাদের জন্য ছিলো RER রিভিঊ সিস্টেম। যার সুপারিসে সহজেই এ্যাপ্রুভড হয়ে যেতো ম্যাপিং। সুন্দর একটি সিড়ি সিস্টেমের আয়োতায় ছিলো ব্যাপারটি। এখণো সিস্টেমটি চালুই আছে কিন্তু তা অনেকটি আড়ালেই পড়ে যাচ্ছে গুগোল ম্যাপস এর আরেকটি নতুন হেল্প সার্ভিস কল্যানে। সার্ভিসটি খারাপ না, কিন্তু কিছু ব্যাক্তি সার্ভিসটিকে বিরোক্তিকর করে তুলছে।

বাংলাদেশের অনেক ভলেন্টিয়ার ম্যাপাররা মিলে একত্রে কাজ করে আমাদের দেশের ম্যাপের বেশীর ভাগ অংশ গুগোল ম্যাপে এ্যাড করেছেন। বাংলাদেশের গুগোল এ্যাডভোকেট ও রিজিওনাল এক্সপার্ট রিভিউয়াররা (RER) মিলে প্রথমে আমাদের দেশের বেশীর ভাগ বিভাগ, জেলা, হাইওয়ে সহ গুরুত্বপূর্ন এলাকার ও স্থাপনার ম্যাপিং করেছেন যা সংশোধন করা লোকাল ম্যাপারদের জন্য সম্ভব নয়। আমি ব্যাক্তিগত ভাবে কয়েকজন RER কে চিনি ও তাদের কর্মকান্ড কয়েকদিনে দেখেছি। তারা নিজেদের কাজের ব্যাস্ততার মাঝেও ভলেন্টিয়ারি এই ওয়ার্কের সাথে আটঘাট বেধে লেগে আছে। ম্যাপিং এ এ্যাড করারা সাথে সাথে তারা নানা ভুল ম্যাপিং সংশোধন করে আসছে ও অন্যান্য লোকাল ম্যাপারদের ম্যাপিং রিভিউ করছেন। নানা স্থানে যেয়ে যেয়ে তারা ওয়ার্কশপের মাধ্যমে নতুন ম্যাপার তৈরী করছেন।  তাদের কর্মকান্ড ও চেষ্টাকে আমার সালাম।

এই RER ছাড়াও আছেন কিছু নিবেদিত প্রান ম্যাপার যারা নিজের খেয়ে পড়ের মহিষ তাড়ানোর মত অক্লান্ত খেটে আমাদের দেশের ম্যাপটাকে অনেকটা অংশে গুছিয়ে এনেছেন। এখন চলছে একে একে নতু স্থান এ্যাড করে ফিনিশিং এর কাজ। তাদের সকলের রাত দিনের এই পরিশ্রমের কল্যানেই আমরা অনেক দ্রুততার সাথে অর্জন করেছি গুগোল লোকাল স্ট্রিট ভিউ। আমরা এখন ঘরে বসেই কয়েক জেলার খুটি নাটি সকল রাস্তা ঘুরে আসতে পারি। এ অর্জন কিন্তু কম বড় নয়।

এই অসাধারন অর্জন গুলোর নাঝে কিছু অভ্যন্তরিন গলদ রয়ে গেছে। কিছু ম্যাপার অনেকটা অতি আগ্রহের বলেই শুধু ঘরে বসে আন্দাজের ভিত্তিতে নতুন জায়গা ও স্থাপনা এ্যাড করে ফেলে। বেশীর ভাগ ক্ষেত্রেই তারা শুধু নাম ব্যাতীত কোন তথ্য দেয় না। নামের শুদ্ধতার দিকে নজর দেয় না। এ ব্যাপারে যথেষ্ট সচেতন হবার প্রয়োজন রয়েছে। নিজের এলাকার অথবা যে জায়গাটা সম্পর্কে নিজের সঠিক তথ্য সহ ধারনা রয়েছে সেই ম্যাপিংটা করে নেওয়াই উচিত। রেকি না করে আন্দাজ কে বিশ্বাস করে ম্যাপিং করলে আসলেই ঢাকার রাজধানী ব্যাংকক হয়ে যাবে।

আমি দেখেছি ময়মনসিংহ শহরে ইনটেন্স নামের দোকান খোলার পর কে যেনো তা ইনফিনিটী ম্যাগা মল এর নাম দিয়ে ওই বিল্ডিং এ এ্যাড করে দিয়েছে। ইনফিনিটি ময়মনসিংহে আসার কথা ঠিকই কিন্তু তা সে নির্দিশিত স্থানের থেকে অনেক দূরে। আর ব্যাপারটা ঘটেছে যে ব্যাক্তি ম্যাপিংটি করেছে তার অজ্ঞানতার কারনে। সে কোন রকম যাচাই ছাড়াই শোনা কথায় এ্যাড করে ফেলেছে কাছাকাছি নাম দেখেই। অবশ্যই এ ক্ষত্রে আরো সচেতন হবার দরকার আছে। গুগোল ম্যাপ আমাদের ডিজিটাল ট্রাফিক সিস্টেম। আমাদের পর্যটক ও লোকাল মানুষ উভয়ের জণ্য খুব দরকারি জিনিস। আমি যদি রাতারগুলের ঠিকান খুজে কানারগুল চলে যাই সেটা মটেও কাজের কথা হবে না। ব্যাপারটাতে কিচতু যতখানি একজন ম্যাপার এর সচেতনতার অভাব তার সাথে সাথে বাকি যে সকল লোকাল এলাকার ম্যাপার আছেন তাদেরও সচেতনতার অভাব। একজন ভুল এ্যাড করলে বাকি ম্যাপাররা সিটি রিভিউ করার সুযোগ পান। যা তারা রিপোর্ট করেতে পারেন কারন দেখিয়ে এক্সপার্ট রিভিউয়ারদের রিভিউ এর জণ্য।

আমাদের দেশের খুব অল্প সংখ্যক এক্সপার্ট রিভীউয়ার (RER) আছেন । তাদের পক্ষে এখন সব তথ্য পরিপূর্ন ভাবে যাচাই বাচাই করে দেওয়া সম্ভব হয় না। সেই সমস্যা দূর করতে পাকিস্তানের ম্যাপিং প্রবলেমের পর আবার যখন বাংলাদেশ সহ কয়েক দেশে ম্যাপিং চালু হয় তখন গুগোল প্রায় ২৪ জন রিজিওনাল লিড নির্বাচন করেছেন রিভিউ করার জন্য। ব্যাপারটা অবশ্যই ভালো। হেল্পিং হ্যান্ড বাড়লে ব্যাপারটা খারাপ না। কিন্তু এ সকল রিজিওনাল লীড (RL) এর নির্বাচন প্রকৃয়াটা আমার কাছে অনেকটাই ধোয়াটে লেগেছে। গুগোল মনে হলো শুধু কার কতবেশী ম্যাপিং এ্যাড করা আছে ও এ্যাডিট আছে তার ভিত্তিতেই সম্ভবত সিলেক্ট করেছেন RL দের। আসকল RL এর মাঝে অনেক ভালো ভালো ম্যাপার আছে যারা আসলেই অনেক হেল্পফুল ও তাদের কাজে পারদর্শী। তাদের ম্যাপিং গুলো আসলেই অনেক গুছানো ও তাদের রিভিউ অনেক হেল্পফুল। কিন্তু এর মাঝে কিছু সংখ্যক RL এর পারদর্শিতার উপর মাঝে মাঝেই সন্দেহ জাগে। সন্দেহ জাগে গুগোল মনে হয় বিবেচনা করে দেখেনি সে সকল RL দের হাজার হাজার ম্যাপিং এর মাঝে কত গুলো আদ্য সঠিক। নাকি আগের খালি মাঠের গোলের সুযোগে ঊঠে এসেছে। এমনটা বলার কারন অবশ্যই আছে।

আমার একজন বন্ধু আছেন যিনি তার এলাকায় প্রতিটি ম্যাপিং হিসেব করে করে করেন। কোন প্রতিষ্ঠান এ্যাড করার আগে জিপিএস কোডিং দেখে নেয়। ম্যাপের স্যাটালাইট ভিউতে পরিষ্কার ভাবে বিল্ডিং এর অবস্থান না দেখলে সে এ্যাড করে না। প্রয়োজনীয় ইনফরমেশন এ্যাড করে দেয়। তার বাড়ির সামনের মযাপিং নিয়ে যখন তাকে RL রা প্রশ্নবিদ্ধ করে তুলে বার বার আটকে দেয় কিন্তু রাস্তার উপর যখন ভুল ম্যাপিং দাড়া করিয়ে দেয় ও সেটা তারা নির্ধিধায় রিভিউ করে সিলেক্ট করে ফেলে। এমন অবস্থা দেখে তাদের স্থানিয় রিভিয় লিড হওয়া নিয়ে প্রশ্ন জাগতেই পারে। তাদের একটি গুগলের থেকে পরিপূর্ন গ্রুমিং দরকার সরাসরি ফিল্ড ট্রেনিং এর মাধ্যমে।

ব্যাক্তিগত ভাবে আমি মনে করি রিজিঊনাল লিড সকলের আরো সচেতন হবার দরকার আছে। প্রথমেই নেতিবাচক কমেন্ট দিয়ে আটকে দেওয়ার থেকে একটু সরোজমিন করে দেখে নেওয়া। আর এলাকা সম্পর্কে ধারনা না থাকলে সেটা নিয়ে না বুঝে সন্দেহ প্রকাশ যেমন উচিত নয় তেমনি না যেনে এ্যাড করে নেওয়াও উচিত নয়, রিভিউ দেওয়ার আগে একটু ঘেটে দেখে নিয়েন। 

আমার স্বল্প জ্ঞানের পেচালের জন্য আমি দুঃখিত। আশা রাখি যারা এ নিয়ে কাজ করছেন তারা বিস্তারিত আরো লিখে সকলকে এ নিয়ে আরো সচেতন করে তুলতে পারবেন। যানি না লেখার কারনে আমার ম্যাপিং এর যে এক আধটা পূর্ব ইতিহাস আছে তাই শেষ ম্যাপিং হয়ে দাঁড়ায় কিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন