ফটোগ্রাফি নিয়ে কুতুবগিরি করার বদ অভ্যাস আমার একটু কমই আছে। আমার জানার
সীমানা খুব ছোট তাই বেশী নাড়া চাড়া দিয়ে কথা বলার মত সাহস আমার নেই।
ফটোগ্রাফি ও ফিল্ম সম্পর্কিত একটি সংগঠনের সাথে কাজ করে যাচ্ছি
সৃষ্টিশীলতার সাথে ভালোবাসার তাগিদে। আমাকে অনাকাঙ্খিত অনেক সম্মান দিয়ে
দিয়েছে সেই প্রতিষ্ঠানটি, যার যোগ্য হয়তো আমি নই।
ছোট একটি শহরের এই প্রতিষ্ঠানটিকে দাড়া করাতে অনেক গুলো হাতের প্রচুর কষ্টের ভার সইতে হয়েছে। পাশে পেয়েছিলাম এসময় এমন কিছু মানুষের যারা নিজের ব্যাক্তিগত অনেক স্বার্থকে দূরে সড়িয়ে রেখে শহরের মাঝে তরুন সৃষ্টিশীলতা নির্মানের ভীত হয়ে দাড়ীয়েছিলো এবং এখনো দাঁড়িয়ে আছে। তার মাঝে আছে কিছু বন্ধু, কিছু বড় ভাই/বোন, কিছু ছোট ভাই/ বোন।
এই ছোট চলার পথে আমাদের সংগঠোনের সাথে সাথে নানা সময় আমাদের সকলকেও নানা ভাবে অপদস্থ হতে হয়েছে কিছু প্রচার বিমুখ কুটনা ব্যাক্তিত্বের সাথে। যারা আড়ালে থেকেই মুখের যন্ত্রে ফেনা তোলে। তাদের নিয়ে আমি বা আমরা কখনোই তেমন চর্চা করার ইচ্ছা বোধ করিনি কারন আমরা তাদের থোরাই কেয়ার করি। আমাদের সামনে এসে যেদিন মুখ তুলে বলার সাহস রাখবে আমরা নাহয় সেদিন ঘুম ছাড়া হবো।
যে কাদা মাখা পথে হেটে আমরা একটি মেঠো পথের ছবি একেছি, সেপথে আমাদের আঙ্গুল ধরে হাটতে শিখে পাংখ্যা স্টাইলে ধূলো উড়িয়ে মটরসাইকেল ঊড়ালেই তোমরা পথ প্রদর্শক হয়ে উঠবে না ছোট্ট বন্ধু।
তুলসি পাতার মাদুর বিছিয়ে বসে আমাদের নামে জায়গায় জায়গায় গাজার জপ জুড়ে দিতে পারে কিন্তু অন্যের তোলা ছবিকে নিজের ছবি বলে গল্প ফাঁদার বদ অভ্যাস তাদের যায়না। নানা অনুষ্ঠানে ছোট ছোট নতুন ছেলে পেলে দের দিয়ে কাজ করিয়ে নিজের ট্যাগ মেরে তাদের কাজকে নিজের বলে চালিয়ে দেওয়াটা মোটেও শোভা পায় না। অন্তত শহরের টপ অর্ডার নাইটওয়াচম্যানের গলায় তা মানায় না। নতুন ক্যামেরা কিনার স্বপ্ন দেখাও ভালো কথা, কিন্তু তা ভাই অনেক মেয়ে বান্ধবী বানানো যায় সে স্বপ্নটা কেন দেখাও!!
এদের মাঝে একজন মেয়েলি টাইপ ভদ্রছেলে কিছুদিন আগে একজন সিনিয়ার ফটোগ্রাফার এর কাছে থেকে ছবি নিয়ে আমাদের প্রদর্শণীতে জমা দিয়েছিলো শুধু আমাদের প্রদর্শনীতে একটি ছবি দেওয়ার জন্য, সেই আজকাল দেখি আমাদের গড়ে তোলা নতুন আলোকযাত্রির দলের সামনে তাদের ফটোগ্রাফিচর্চা নিয়ে আঙ্গুল তুলে।
আমার কথা গুলো অনেক অত্মঅহংকারি টাইপ লাগতেই পারে। এমনটা হয়তো বলতাম না। কিন্তু যখন দেখি আমাদের ভালোবাসা দিয়ে গড়ে তোলা একটি সৃষ্টিশীল সামাঞ্জস্য পূর্ন স্থাঙ্কে কলংকিত করে তুলছে তখন অনেক সময়ই ধর্য্যের বাধ ভেঙ্গে যায়। আফটার অল মানুষতো। দোয়া রইলো তোমারা অনেক বড় হও, আমরা ছোটলোক টাইপ মানুষ এমনি থেকে যাবো।
ধন্যবাদ।
ছোট একটি শহরের এই প্রতিষ্ঠানটিকে দাড়া করাতে অনেক গুলো হাতের প্রচুর কষ্টের ভার সইতে হয়েছে। পাশে পেয়েছিলাম এসময় এমন কিছু মানুষের যারা নিজের ব্যাক্তিগত অনেক স্বার্থকে দূরে সড়িয়ে রেখে শহরের মাঝে তরুন সৃষ্টিশীলতা নির্মানের ভীত হয়ে দাড়ীয়েছিলো এবং এখনো দাঁড়িয়ে আছে। তার মাঝে আছে কিছু বন্ধু, কিছু বড় ভাই/বোন, কিছু ছোট ভাই/ বোন।
এই ছোট চলার পথে আমাদের সংগঠোনের সাথে সাথে নানা সময় আমাদের সকলকেও নানা ভাবে অপদস্থ হতে হয়েছে কিছু প্রচার বিমুখ কুটনা ব্যাক্তিত্বের সাথে। যারা আড়ালে থেকেই মুখের যন্ত্রে ফেনা তোলে। তাদের নিয়ে আমি বা আমরা কখনোই তেমন চর্চা করার ইচ্ছা বোধ করিনি কারন আমরা তাদের থোরাই কেয়ার করি। আমাদের সামনে এসে যেদিন মুখ তুলে বলার সাহস রাখবে আমরা নাহয় সেদিন ঘুম ছাড়া হবো।
যে কাদা মাখা পথে হেটে আমরা একটি মেঠো পথের ছবি একেছি, সেপথে আমাদের আঙ্গুল ধরে হাটতে শিখে পাংখ্যা স্টাইলে ধূলো উড়িয়ে মটরসাইকেল ঊড়ালেই তোমরা পথ প্রদর্শক হয়ে উঠবে না ছোট্ট বন্ধু।
তুলসি পাতার মাদুর বিছিয়ে বসে আমাদের নামে জায়গায় জায়গায় গাজার জপ জুড়ে দিতে পারে কিন্তু অন্যের তোলা ছবিকে নিজের ছবি বলে গল্প ফাঁদার বদ অভ্যাস তাদের যায়না। নানা অনুষ্ঠানে ছোট ছোট নতুন ছেলে পেলে দের দিয়ে কাজ করিয়ে নিজের ট্যাগ মেরে তাদের কাজকে নিজের বলে চালিয়ে দেওয়াটা মোটেও শোভা পায় না। অন্তত শহরের টপ অর্ডার নাইটওয়াচম্যানের গলায় তা মানায় না। নতুন ক্যামেরা কিনার স্বপ্ন দেখাও ভালো কথা, কিন্তু তা ভাই অনেক মেয়ে বান্ধবী বানানো যায় সে স্বপ্নটা কেন দেখাও!!
এদের মাঝে একজন মেয়েলি টাইপ ভদ্রছেলে কিছুদিন আগে একজন সিনিয়ার ফটোগ্রাফার এর কাছে থেকে ছবি নিয়ে আমাদের প্রদর্শণীতে জমা দিয়েছিলো শুধু আমাদের প্রদর্শনীতে একটি ছবি দেওয়ার জন্য, সেই আজকাল দেখি আমাদের গড়ে তোলা নতুন আলোকযাত্রির দলের সামনে তাদের ফটোগ্রাফিচর্চা নিয়ে আঙ্গুল তুলে।
আমার কথা গুলো অনেক অত্মঅহংকারি টাইপ লাগতেই পারে। এমনটা হয়তো বলতাম না। কিন্তু যখন দেখি আমাদের ভালোবাসা দিয়ে গড়ে তোলা একটি সৃষ্টিশীল সামাঞ্জস্য পূর্ন স্থাঙ্কে কলংকিত করে তুলছে তখন অনেক সময়ই ধর্য্যের বাধ ভেঙ্গে যায়। আফটার অল মানুষতো। দোয়া রইলো তোমারা অনেক বড় হও, আমরা ছোটলোক টাইপ মানুষ এমনি থেকে যাবো।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন