বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

Mymensingh Co-Operative Town Bank Ltd


ময়মনসিংহ কো-অপারেটিভ টাউন ব্যাংক লিমিটেড
। নামটা অনেকের কাছেই অনেক বেশী অপরিচিতো লাগার কথা। তবে ময়মনসিংহের কাচারী রোড দিয়ে চলার পথে পথিক সম্প্রদায়ের আমরা হয়তো কেউ কেউ অবচেতন মনে কেউবা হয়তো চেতন মনে এই ব্যাংকটির প্রাচীন জ্বরাগ্রস্থ ভবনটি হয়তো খেয়াল করে থাকতাই পারি। ময়মনসিংহ কাচারী রোডের ধারে শশী লজের, ডিসি অফিস ও পৌরসভার রাস্তার মোড়ে খেয়ালের অগচরে পড়ে থাকা এই ব্যাংকটি শহরের সব থেকে প্রাচীন ব্যাংক। সেই ১৯০৯ সালে প্রতিষ্ঠীত এই সমবায় ব্যাংকটি এখনো সমবায় (তথ্য মতে সমাজ কল্যান মন্ত্রনালয় ও হতে পারে) মন্ত্রনালয়ের অধিনে কার্যকারি ভূমিকায় আছে। ময়মনসিংহ কো-অপারেটিভ টাউন ব্যাংক লিমিটেড বৃটিশ রানী থেকে পাকিস্তানি জিন্না নোট, তা থেকে বাংলাদেশের শাপলার ঘ্রান ও বঙ্গবধুর ছায়া কত কিছুর বিনিময় ও সংরক্ষন দেখে ফেল্লো এত গুলোবছর ধরে, তবু এর ইতিহাস জানতে কোন রকম ডিজিটাল তথ্যের পর্যাপ্ত সংরক্ষন করার কেউ নেউ

আমাদের নজরের অগচরেই থেকে যাচ্ছে কত শত ইতিহাস। সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রাপ্তির সুযুগের অপ্রতুলতা দূরীকরন ব্যাতীত ইতিহাস সংরক্ষন সম্ভব নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন