Mridha Shihab Mahmud is a journalist of www.newshour.online. Mridha is the chief respondent person in Mymensingh Film & Photography Society (MFPS) and Studio MFPS.
শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
Is WC3 method is the solution to reduce global warming?
মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
Shame!! BBF !! Assets are not toy to play with || Bangladeshi bodybuilder banned for life for being a winner ||
আমাদের নিউজ আওয়ার নিউজ পোর্টাল এর সম্পাদক তারেক ভাই একটা কথা বলেছেন এই ব্যাপারটা শুনে, ""এদেশের গুণী মানুষেরা সবাই কি বেয়াদব, নাকি এদেশ গুণীদের কদর করতে জানে না? কথায় বলে যে দেশে গুণীর কদর নাই, সেদেশে গুণী জন্মায় না। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে গুণীরা বেহায়ার মতো জন্ম নিয়েই যাচ্ছে, আর দেশ একের পর এক তাদের বেইজ্জতি করেই যাচ্ছে ""।
আসলেই আমরা বেহায়া জাতি। আবার সাথে বেহায়া দর্শক ও। চেয়ারে বসে কিছু আবুল তাদের ইচ্ছায় যা মন চায় করে যাচ্ছে আর আমরা চেয় চেয় দেখছি। ভাজ্ঞিস কেউ পপ কর্ন বেচতে চলে আসে না আমাদের এই তাকিয়ে থাকার সময়। নাইলে ব্যাটা আমাদের সব টাকা লুটে নিতো পপকর্ন বেচে।
একটা ছেলে নিজের প্রচেষ্টায় দেশের জণ্য গর্ব বয়ে নিয়ে এলো। প্রথম কেউ আমাদের দেশের জন্য বল্ডি বিল্ডিং এর মত প্রতিযোগীতায় ইন্টার ন্যাশনাল চ্যাম্পিয়ান হয়ে আসলো, যে কিনা ২০১৫ সালের মিঃ বাংলাদেশ ও ছিলো তাকে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এক কথা বিনা সতর্কীকরন ব্যান করে দিলো সারা জীবনের জন্য। বাহ!! চমৎকার।
মামার বাড়ির আবদার বলে কথা।
তাদের ভাষ্য হচ্ছে হাসিব হোলি নামের এই ক্রিয়াবিদ তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যায় নি তাই তাকে আজীবন ব্যান করেছে তারা। আরে ভাই যে মানুষটা এক সময় আপনার জন্য আরো বেশী সম্মান বয়ে আনতে পারে তাকে কেয়ার করে যত্ন করে সাম্নের জন্য প্রস্তুত না করে ব্যান ব্যান খেলার অধিকার কে দিছে! এখানে ব্যাক্তিগত ব্যাপার কেন আসে? কেনো দেশের ভবষ্যত এর জন্য কাজ করা যায় না একবার। কেনো বার বার প্রতিভা গুলোকে অকালে অযত্নের সম্মখীন হতে হয়। কেনো মাঝে মাঝে আমরা উজ্জ্বল নক্ষত্র গুলোকে ঝড়ে পরতে দেখি!!
জয় হোক মামদোবাজীর। জয় হোক অসুস্থ রাজনীতির।
News: Click Here.
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
I wish to be a truck driver someday
সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
Use of Improved cook stove and retained heat cooker in Bangladesh
ইউএসএআইডি’র অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়নাধীন ইকোফিশ প্রকল্পের সুবিধাভোগী ভোলা জেলার ৪০ টি জেলে পরিবারকে পরীক্ষামূলকভাবে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নত চুলা প্রদান করা হবে । সিসিইবি এ বিষয়ে যাবতীয় কারিগরি সহায়তা প্রদান করবে । এ বিষয়ে ইকোফিশ প্রকল্পের জীবিকা ও সহনশীলতা বিষয়ক বিজ্ঞানী মারটিন ভ্যান ব্রাকেল বলেন “ জলবায়ু- সহিষ্ণু এ প্রযুক্তি জালানি ও রান্নার সময় দুইই বাঁচাবে । এতে করে দীর্ঘ মেয়াদে এ প্রযুক্তি ব্যবহারে দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি তাদের উৎপাদনশীলতাও বাড়বে “ । প্রসঙ্গত উল্লেখ্য যে, রিটেইনড হিট কুকার ব্যবহারে রান্নার সময় প্রায় ৫০ ভাগ পর্যন্ত কম লাগে ।
|| For English Please Click and Read ||
রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন (Shua Urilo Urilo Jibero Jibon), প্রতিভাবান বন্ধু গর্বের বিষয়।
Facebook vs Emma Dyason and the nude protest against Trump
আমার মত লোভি কিছু চোখ হয়তো তার উন্মুক্ত বক্ষ দেখে লোশনের খুজে চলে যেতাম সেই ভয়ে ফেসবুক বেচারা দিলো ছবি ডিলিট করে, সাথে পাঠিয়ে দিলো সাবধান বার্তা। এভাবে বুক পিঠ বা যৌনাঙ্গ দেখিয়ে প্রতিবাদ চলবে না। মাঠে নেমে বাছা মানব বন্ধন করো। লোশনের ব্যাবসা বাড়িও না। যদীও তাদের মাথায় এটা নেই সাধারন মানুষ ফেসবুকের সার্চ এ "চ", "দ", "ম", "F" সহ নানা বর্ন লিখতে যেয়ে ডানে বামে আগে একবার তাকিয়ে নেয়। লশনের ব্যাবসা কিন্তু এখনো কম যাচ্ছে না।
এমাও কিন্তু কম যান না। তিনি প্রতিবাদ করে পোষ্ট দিয়েছেন এই যে তিনি নুড হয়ে ফ্যামেলি নিউডিটি আইন ভোং করেন নাই। কারন তার নিপল টেপ দ্বারা ও নিন্মাঙ প্লে কার্ড দ্বারা ঢাকা ছিলো।
এমার ভাষ্য মতে,
শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
Film Poster beside the corner wall
অটো বা রিকাশা থেকে আড় চোখে বা ফ্যাল ফ্যাল করে চলচিত্রের পোস্টার এর এর দিকে তাকিয়ে থাকার মজা অনেক। কখনো তার নান্দনিকতার সৌন্দর্য আমাদেরকে আনন্দ দেয় কখনো তার হাস্যকর উপস্থাপন দেয় বিনোদন (আটার বস্তা গরম মশলা নাইকারা নাই টাইপ ড্রেস পইরা মাঝে মাঝে এখনো আমাদের পৈচাশিক অনুভুতিও দেয়!!!)।
রাস্তার পাশের দেয়াল গুলো জুড়ে ভুইত্তামারা সাইজের বিশাল বিশাল সব পোস্টার আজকাল ওয়াল পেপার এর কাজ করে দিচ্ছে, যার বেশীরভাগ রাজনীতিগত হলেও সর্বাধিক ভুইত্তামারা পোস্টার গুলো হলো চলোচিত্রের পোস্টার।
"পুড়ে যায় মন" টাইপ নামের একটা মুভি পোস্টার দেখলাম যেখানে বিশাল পোস্টারের দুই তৃতীয় অংশ জুড়ে নাইকা পরিমনি চার ইঞ্চি ব্যাসার্ধের মিনি হাফ প্যান্ট পিন্দা মটরবাইক এর উপর বইসা ললিপপ চুষে আর আরেক হাতে অন্য একটা ললিপপ ধইরা আছে (পুরাই গ্যাং ব্যাং ব্যাপার সেপার)। পুড়ে যায় মন নামের সাথে এই ছবির ব্যাবহারের সামান্য কারন বুঝে উঠতে পারলাম না। নাম যদি হত "গিভ মি মাই ললিপপ", তাহলে ব্যাপারটা যেতো বেশী। আর এক পোস্টারে দেখলাম পরি আপার চেহারার থেকে কোমর ও বগল বেশী দেখা যায়, আর বিগ ব্রাদার নামের এক মুভির পোস্টারে দেখলাম মাহিয়া মাহি গোলাপি এক খন্ড নাইটি পিন্দা টাইনা ধইরা শুইয়া আছে।
মাঝে যখন চলচিত্রের কালো অধ্যায় চলছিলো তখন আমরা এ সব টাইপ সস্তা রস সমৃদ্ধ পোস্টার অবাধে দেখতাম, কিন্তু পাত্তা দিতাম না। কিন্তু আবার এই চলচিত্রের দিন বদলের সময়ে প্রতিশ্রুতিবদ্ধ নির্মাতারাও আবার যখন পুরানো ফর্মুলায় চলে যেতে চায় তখন ভালো লাগে না। অন্তত মুভির জন্য একটা রুচি সম্মত পোস্টার তো তারা বানাতেই পারে। যা আমাদের অনেক নির্মাতা করে দেখিয়েছেনও। তবে বাকিরা অয়ারবেনা কেনো!!!
যে কোন চলচিত্র শিল্পের জন্য চলচিত্রের পোস্টার অত্যান্ত দরকারি অস্ত্র। এর শিল্প মান পারে একটি কম বাজেটের কম প্রচারনা প্রাপ্ত চলচিত্রকে সকলের সামনে আকর্শনীয় করে তুলতে। আমাদের দেশের সত্তুরের বা আশির দশকের চলচিত্র গুলোর পোস্টারের শিল্পমান ছিলো অনেক উচ্চমানের। বর্তমানে কিছু সংখ্যক নির্মাতা হয়তোবা চেষ্টা চালিয়েছে কিন্তু তার মাঝে অনেক ক্ষেত্রেই কপি পেস্টের প্রবনতার দেখা মিলে। তবু যাই হোক, চাই আমাদের চলচিত্র ছড়িয়ে পরুক আরো ব্যাপকতা নিয়ে। কারন আমাদের নতুন নির্মাতা মুখ গুলোর চোখে এক টুকরা আগুনের দেখা মিলছে দিনকে দিন। তাতেই নাহয় পুড়ে যায় চলচিত্র নিয়ে আমাদের মনের হতাশা গুলো।
# BanglaFilmPoster #poster #Film