রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন (Shua Urilo Urilo Jibero Jibon), প্রতিভাবান বন্ধু গর্বের বিষয়।




এবারো বই মেলায় আমার সেলিব্রেটি বন্ধু রাফিউজ্জামান সিফাত এর প্রথম উপণ্যাস ও প্রকাশ হয়েছে। গতবার তার প্রথম একক ছোট গল্প এর সংগ্রহ "সে আমার গোপোন" এর ব্যাপক নাড়াচাড়ার কম্পন মোটামুটি ফেসবুক প্রবাসী বেশীর ভাগ মানুষই বাঙালী পেয়েছে (বোনাস কিছু স্বদেশী বিদেশীও পেয়ে থাকতে পারে!)। এবং তার রিভিও ও অনেক ভালো পাওয়া গেছে সকলের কাছ থেকে।
এবার সে কিছুটা গোপনে (গোপন কারো সাথে) ফেসবুক থেকে বনবাস নিয়ে তার প্রথম উপন্যাস লিখে ফেলেছ এবং তা প্রকাশে চলে গিয়েছে কিন্তু কাক পক্ষিকে টের পেতে দেয়নি। তার ভক্তকুল অত্যান্ত আগ্রহের সাথে অপেক্ষায় ছিলো কি হয় কি হয়!!! অত:পর সে ঘোষনা দিলো এবার আমাদের ঘরের বই এর র‍্যাক এর জন্য পলিটিকাল রোমেন্স ধাচের উপন্যাস সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন - A Novel By Rafiuzzaman Sifat এসেছে বই মেলায়, সেই আদী প্রকাশনের প্রকাশে এবং তা প্রচুর পাঠক সমাগম ও পেয়েছে। 

তার উপন্যাস উপলক্ষে আমরা কয়জন বন্ধু মিলে হাল্কা গান বাজনা করে ফেললাম সেদিন। সেটা সকলের সাথে শেয়ার না করলে কেমনে কি!! তাই পাবলিশ ও করে দিছি ভিডিও করে। 


যারা অনলাইনে বইটি অর্ডার দিতে চান তারা রকমারি থেকে কিনতে পারেনঃ https://goo.gl/VMo1iJ
ফোনে অর্ডারঃ 01519521971 বা 01841115115

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন