Speak Visually. Create a presentation with Visme
Blog by Mridha Shihab
Mridha Shihab Mahmud is a journalist of www.newshour.online. Mridha is the chief respondent person in Mymensingh Film & Photography Society (MFPS) and Studio MFPS.
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
সোমবার, ৩০ জুলাই, ২০১৮
Dino Shafeek, A Bangladeshi Sitcom Hero
বাংলাদেশের গোলাম ডিনো সফিক (পূর্ব নাম মহিউদ্দিন জাহাঙির, পরবর্তীতে তিনি নাম পরিবর্তন করেন) এর নাম শুনে মনে হয়তো কোন ভিরিক্কি চালে হেটে আসা ব্যাবসায়ীর চেহারা মাথায় আসলেও তিনি একজন আলী নাদিম হয়েই হয়তো মৃত্যুর এতো বছর পরেও ফিরে আসবেন পর্দায়। মনে আসে কি তার কথা?? মনে আসার কথা নয়। কারন হয়তো বেশীর ভাগ মানুষই তাকে “Mind your Language” এর পাকিস্তানের আলী নাদিম হিসেবে চেনেন। অসাধারন এই কমিডি সিটকম অভিনেতার অস্তিত্ব অনেকটাই অপ্রকাশিত ও অজানাই রয়ে গেছে বাংলাদেশের মুভি লাভারদের কাছে।
ডিনো সফিক নামে পরিচিত এই বাংলাদেশী অভিনেতা ১৯৩০ সালে বৃটিশ শাসিত ঢাকায় জন্মগ্রহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তিনি ১৯৫৪ সালে ততকালিন পূর্ব পাকিস্তান (বর্তমান আমাদের বাংলাদেশ) থেকে যুক্তরাজ্যে চলে যান। শফিক ঢাকায় অপেশাদার থিয়েটারের সঙ্গে জড়িত ছিল এবং অভিনয় খুব পছন্দ করতো তাই তিনি যুক্তরাজ্যে যেয়ে Guildhall School of Music and Drama এ অভিনয় নিয়ে পড়াশোনার পর সেখানে তার অভিনয় এর কেরিয়ার গড়ে তুলেন। পরবর্তীতে তিনি বৃটিশ নাগরিত্ব গ্রহন করেন। তিনি বিরল বাংলাদেশী অভিনেত্রীদের মধ্যে একজন যে কিনা ৭০ এর দশকে আন্তর্জাতিক মিডিয়াতে নাম কুড়িয়েছিলেন অভিনয় দিয়ে।
ডিনো শফিক জনপ্রিয়তা পান সিটকম সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। তিনি ১৭টির মত সিরিয়ালে ও ৭টি সিনেমায় অভিনয় করেছেন। সাথে সাথে তিনি ১১টি টথিয়েটারেও অভিনয় করেছেন। তাঁর প্রথম ছবি ছিল ১৯৬৭ সালে মুক্তি পাওয়া 'দ্য লং ডুয়েল', যেখানে তিনি 'আকবর' চরিত্রে অভিনয় করেন।
তিনি তার কমেডি অভিনয় দিয়ে মাতিয়েছেন ততকালিন পর্দায় সকল হাস্যরসাত্বক মূহূর্ত্ব। তার উল্ল্যেখযোগ্য চরিত্র গুলর মাঝে সর্ব প্রথম দর্শকদের সামনে আসেন বৃটিশ ইণ্ডিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালিন প্রেক্ষাপটে নির্মিত সিটকম “It Ain't Half Hot Mum” এর চা ওয়ালা মোহাম্মাদ চরিত্রের মাধ্যমে। তার “চা গরম চা” নাটকটির অন্যতম আকর্ষন। তিনি নাটকটির সিনের মাঝে গানের মাধ্যমে বর্ননা করে বিশ্বযুদ্ধ কালীন জনপ্রিয় যন্ত সংগীত গাইতেন। এই সিরিয়ালোটি তার অভিনয় জীবনের উল্ল্যেখ যোগ্য মোড় এনে দিয়েছে। এর পরেই তিনি অভিনয় করেন জনপ্রিয় বৃটিশ সীটকম “ Mind Your Language” এ।
মাইন্ড ইয়োর ল্যঙ্গুয়েজ সিটকমের "আলী নাদিম" চরিত্রটি একজন মুসলমান পাকিস্তানি শিক্ষার্থির। যে কিনা যুক্তোরাজ্যে অবস্থান কালীন একজন বিদেশী যিনি ইংরেজী ভাষ শিক্ষার জন্য ভাষ শিক্ষ্যা স্কুলে পড়তে এসেছেন। পুরো সিরিয়াল জুড়ে অসাধারন অভিনয় করে ঊঠা অনেক অভিনেতা ও চরিত্র রয়েছে, কিন্তু সদা হাস্য মুখের নাদিমের অভিনয় এতটায় অসাধারন যে একবার দেখার পর কারো চেহারা মনে না থাকলেও তার চরিত্রটি সব সময় মনে থাকবে। তার সব সময়ে দেরিতে ক্লাশে ঢুকে সবাইকে “হ্যালো এভরিবডী” বলে মনোযোগ ভাঙানো হোক বা সদা সরাসরি মত প্রকাশ করে ফেলার দৃশ্য হোক, ডিনো শফিক অভিনয় করেছেন উজ্জলতার সাথে। তার চরিত্রটি স সময় সকলের মাঝেও জ্বলজ্বল করে ভেসে ঊঠেছে তার অভিনয় মুন্সিয়নায়। তার মুখের নানা সময় বুঝে অসাধারন সকল উক্তি রঙ দিয়েছে সিটকমের তার অভিনিত ৩ সিজনের প্রতিটি পর্বে। সিটকমের ৪র্থ সিজনটি তাকে ছাড়াই হয়েছে কারন মাত্র ৫৩ বছর বয়সে ১৯৮৪ সালে ইংল্যান্ডের লণ্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যূ বরন করেন। তাই তাকে ছাড়াই তার অভিনিত সেরা সিটকমের শেষ সিরিজ এর টেলিকাস্ট হয়।
ডিনো সফিক তার কাজ দিয়ে আন্তজাতিক মিডিয়ায় উল্ল্যেখিত হয়ে থাকলেও তিনি আমাদের কাছে অজানাই রইলেন। হয়তো বাংলাদেশে ফিরে আসা হয়ে ঊঠেনি কিন্তু সারা বিশ্ব কিন্তু এখনো তাকে বাংলাদেশের বংশঊদ্ভত বৃটিশ অভীনেতা বলেই উল্ল্যেখ করে থাকে।
এখনো লাখো ভক্ত তার কাজের প্রশংসা করে থাকেন। হয়তো তাকে "আপনার অনুভূতি কি? জিজ্ঞাসা করলে উত্তর পেতাম তার কাছ থেকে।
- জলি গুড স্যার, স্কুইজ মি প্লিজ।
শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
Is WC3 method is the solution to reduce global warming?
WC3 (We Control Climate Change).
WC3 methodology movement is a practicing method to reduce carbon emissions by spreading knowledge to the personal level and decreasing personal consumer and personal carbon footprints. It's a practical way to gain Mitigation and achieving the climate resilience.
This movement is intended to remove the root cause of carbon emissions by letting everyone know about their personal contribution of Carbon to nature.
The letter "W" representing the word "We", which is the symbol of the power of bonding. Single persons can put their personal contributions to save the climate, and when every "I" will become as "We" the saving capability will become super speed full to residue our Carbon foot print. This Carbon footprint is represented by the letter "C".
95% of the researches are indicating that 'Lack of knowledge' about personal contribution in Climate Change. We are taking part in this procedure to increase climate change effect without our knowledge and concern. To stop their WC3 method is very much effective. Cause into this method, people get to know about the data and facts about their personal contribution and solutions with basic knowledge and practical work.
This WC3 method is first implemented and introduced in Bangladesh by local NGO MATI Bangladesh. Mostly they are doing work by implementing WC3 methods in the Brahmaputra Basin and other climate vulnerable areas with the support of Caritas Luxembourg. MATI is creating awareness into field level to lawmakers level by spreading the knowledge. Also, it's working on various adaptation programs.
Overall WC3 is a way to get climate resilience by removing the darkness about climate knowledge.
মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
Shame!! BBF !! Assets are not toy to play with || Bangladeshi bodybuilder banned for life for being a winner ||
আমাদের নিউজ আওয়ার নিউজ পোর্টাল এর সম্পাদক তারেক ভাই একটা কথা বলেছেন এই ব্যাপারটা শুনে, ""এদেশের গুণী মানুষেরা সবাই কি বেয়াদব, নাকি এদেশ গুণীদের কদর করতে জানে না? কথায় বলে যে দেশে গুণীর কদর নাই, সেদেশে গুণী জন্মায় না। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে গুণীরা বেহায়ার মতো জন্ম নিয়েই যাচ্ছে, আর দেশ একের পর এক তাদের বেইজ্জতি করেই যাচ্ছে ""।
আসলেই আমরা বেহায়া জাতি। আবার সাথে বেহায়া দর্শক ও। চেয়ারে বসে কিছু আবুল তাদের ইচ্ছায় যা মন চায় করে যাচ্ছে আর আমরা চেয় চেয় দেখছি। ভাজ্ঞিস কেউ পপ কর্ন বেচতে চলে আসে না আমাদের এই তাকিয়ে থাকার সময়। নাইলে ব্যাটা আমাদের সব টাকা লুটে নিতো পপকর্ন বেচে।
একটা ছেলে নিজের প্রচেষ্টায় দেশের জণ্য গর্ব বয়ে নিয়ে এলো। প্রথম কেউ আমাদের দেশের জন্য বল্ডি বিল্ডিং এর মত প্রতিযোগীতায় ইন্টার ন্যাশনাল চ্যাম্পিয়ান হয়ে আসলো, যে কিনা ২০১৫ সালের মিঃ বাংলাদেশ ও ছিলো তাকে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এক কথা বিনা সতর্কীকরন ব্যান করে দিলো সারা জীবনের জন্য। বাহ!! চমৎকার।
মামার বাড়ির আবদার বলে কথা।
তাদের ভাষ্য হচ্ছে হাসিব হোলি নামের এই ক্রিয়াবিদ তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যায় নি তাই তাকে আজীবন ব্যান করেছে তারা। আরে ভাই যে মানুষটা এক সময় আপনার জন্য আরো বেশী সম্মান বয়ে আনতে পারে তাকে কেয়ার করে যত্ন করে সাম্নের জন্য প্রস্তুত না করে ব্যান ব্যান খেলার অধিকার কে দিছে! এখানে ব্যাক্তিগত ব্যাপার কেন আসে? কেনো দেশের ভবষ্যত এর জন্য কাজ করা যায় না একবার। কেনো বার বার প্রতিভা গুলোকে অকালে অযত্নের সম্মখীন হতে হয়। কেনো মাঝে মাঝে আমরা উজ্জ্বল নক্ষত্র গুলোকে ঝড়ে পরতে দেখি!!
জয় হোক মামদোবাজীর। জয় হোক অসুস্থ রাজনীতির।
News: Click Here.
Labels:
Bangladesh,
BBF,
Bodybulder,
Hasib Holy,
Hasib Mohammad Holy,
Mridha,
news hour,
Sports
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
I wish to be a truck driver someday
একজম ঘাতক খুনী ট্রাক ড্রাইভার এর কারনে যখন আমরা তারেক মাসুদ এর মত একজন নির্মাতাকে হারিয়েছিলাম, সাথে মিশুক মুনির এর মত চিত্রগ্রাহক হারিয়েছিলাম আমরা শোকে স্তন্ধ হয়ে গিয়ে মনে মনে ভেবেছিলাম হয়তো সিনেমা দেখছি দুঃখের সিন চলছে। হয়তো একটু পর সিনেমা শেষ হয়ে যাবে। সাংবাদিকরা নির্মাতাকে জিজ্ঞাসা করবে এমন গভির শোক ভরা অর্থবহ চলচিত্র নির্মানের পর আপনার অনুভূতি কি?
আমরা সে দিন বলে উঠিনি ধর্মঘট এর ডাক দিলাম । রাস্থা হোক বা চলচিত্র। আমরা শোক কাটিয়ে ঊঠে আবার আর একজন তারক মাসুদের খোজে বুক বেধেছিলাম। এর এক জন মিশুক মুনিরের চোখে নতুন ফ্রেম দেখার স্বাদ করেছিলাম। এখনো সেই খোজ চলেই যাচ্ছে কিন্তু আমাদের খোজের শেষ আর হয়না। আর তো মাটির ময়না ঊড়ে না আকাশে।
অবশেষে এত দিন পর মহামান্য হাই কোর্ট রায় দিলেন সেই ঘাতক ট্রাক ড্রাইভার এর বিপক্ষে । না না মৃত্য দন্ড নয়। মাত্র ১৪ বছরের কারাবাস। এখনো জানি না সেই ১৪ বছরেও কি আমরা আমাদের নতুন এক তারেক বা মিশুক এর খোজ পাবো কিনা। তবু নুকে আশার দেখা মিল্লো। যাক কিছুটা বিচার তো পেয়েছে বাংলা চলচিত্র মেধার কান্ডারিরা। হয়তো এবার চালকরা হবে আরো সচেতন। নাম না জানা আরো অনেক প্রতিভাকে হয়তো অসময়ে হারানোর ভয় থেকে আমরা মুক্তি পাবো। ক্যাথ্রিন মাসুদ ও হয়তো তেমন্টা ভেবে সিদিন রাতে একটু শান্তিতেই ঘমিয়েছিলেন।
আজ হঠাত কোন কথা বার্তা না বলে সেই ঘাতকের আশে পাশের পুরানো আর নতুন সব ঘাতকরা মিলে দেশে যানবাহন ধর্মঘট ডেকে অচল করে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত হলো। ভাংচুর করলো। মানূষকে কষ্টা দিয়ে নির্মম হাসি হেসে দেখালো তাদের ক্ষমতা কম নয়। আর আমাদের প্রশাসন থেকে সে বিষয়ে কোন দরকারি পদক্ষেপ বা ঘোষনা দেখতেই পেলাম না।
আহা কান্ডারি। কি ভুল যে করলাম। এত কষ্ট না করে ট্রাক ড্রাইভার হলেই তো হতো। এক দিন আমার জন্য দেশ অচল হতেই পারতো।
Labels:
Accident,
Bangladesh,
Driver,
Judgement,
Mishuk Munier,
Strike,
Tareque Masud
Location:
Bangladesh
সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
Use of Improved cook stove and retained heat cooker in Bangladesh
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র ক্যাটালাইজিং ক্লিন এনার্জি ইন বাংলাদেশ প্রকল্প, জার্মানি ভিত্তিক উন্নয়ন সহযোগী জিআইজেড ও আন্তর্জাতিক মৎস্য গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে পরিবেশ বান্ধব উন্নত চুলা ও রিটেইনড হিট কুকারকে জনপ্রিয় করার লক্ষে ভোলার জেলা পরিষদে একটি আঞ্চলিক পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি’র অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়নাধীন ইকোফিশ প্রকল্পের সুবিধাভোগী ভোলা জেলার ৪০ টি জেলে পরিবারকে পরীক্ষামূলকভাবে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নত চুলা প্রদান করা হবে । সিসিইবি এ বিষয়ে যাবতীয় কারিগরি সহায়তা প্রদান করবে । এ বিষয়ে ইকোফিশ প্রকল্পের জীবিকা ও সহনশীলতা বিষয়ক বিজ্ঞানী মারটিন ভ্যান ব্রাকেল বলেন “ জলবায়ু- সহিষ্ণু এ প্রযুক্তি জালানি ও রান্নার সময় দুইই বাঁচাবে । এতে করে দীর্ঘ মেয়াদে এ প্রযুক্তি ব্যবহারে দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি তাদের উৎপাদনশীলতাও বাড়বে “ । প্রসঙ্গত উল্লেখ্য যে, রিটেইনড হিট কুকার ব্যবহারে রান্নার সময় প্রায় ৫০ ভাগ পর্যন্ত কম লাগে ।
|| For English Please Click and Read ||
ইউএসএআইডি’র অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তরের সহায়তায় বাস্তবায়নাধীন ইকোফিশ প্রকল্পের সুবিধাভোগী ভোলা জেলার ৪০ টি জেলে পরিবারকে পরীক্ষামূলকভাবে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নত চুলা প্রদান করা হবে । সিসিইবি এ বিষয়ে যাবতীয় কারিগরি সহায়তা প্রদান করবে । এ বিষয়ে ইকোফিশ প্রকল্পের জীবিকা ও সহনশীলতা বিষয়ক বিজ্ঞানী মারটিন ভ্যান ব্রাকেল বলেন “ জলবায়ু- সহিষ্ণু এ প্রযুক্তি জালানি ও রান্নার সময় দুইই বাঁচাবে । এতে করে দীর্ঘ মেয়াদে এ প্রযুক্তি ব্যবহারে দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি তাদের উৎপাদনশীলতাও বাড়বে “ । প্রসঙ্গত উল্লেখ্য যে, রিটেইনড হিট কুকার ব্যবহারে রান্নার সময় প্রায় ৫০ ভাগ পর্যন্ত কম লাগে ।
|| For English Please Click and Read ||
রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন (Shua Urilo Urilo Jibero Jibon), প্রতিভাবান বন্ধু গর্বের বিষয়।
এবারো বই মেলায় আমার সেলিব্রেটি বন্ধু রাফিউজ্জামান সিফাত এর প্রথম উপণ্যাস ও প্রকাশ হয়েছে। গতবার তার প্রথম একক ছোট গল্প এর সংগ্রহ "সে আমার গোপোন" এর ব্যাপক নাড়াচাড়ার কম্পন মোটামুটি ফেসবুক প্রবাসী বেশীর ভাগ মানুষই বাঙালী পেয়েছে (বোনাস কিছু স্বদেশী বিদেশীও পেয়ে থাকতে পারে!)। এবং তার রিভিও ও অনেক ভালো পাওয়া গেছে সকলের কাছ থেকে।
এবার সে কিছুটা গোপনে (গোপন কারো সাথে) ফেসবুক থেকে বনবাস নিয়ে তার প্রথম উপন্যাস লিখে ফেলেছ এবং তা প্রকাশে চলে গিয়েছে কিন্তু কাক পক্ষিকে টের পেতে দেয়নি। তার ভক্তকুল অত্যান্ত আগ্রহের সাথে অপেক্ষায় ছিলো কি হয় কি হয়!!! অত:পর সে ঘোষনা দিলো এবার আমাদের ঘরের বই এর র্যাক এর জন্য পলিটিকাল রোমেন্স ধাচের উপন্যাস সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন - A Novel By Rafiuzzaman Sifat এসেছে বই মেলায়, সেই আদী প্রকাশনের প্রকাশে এবং তা প্রচুর পাঠক সমাগম ও পেয়েছে।
তার উপন্যাস উপলক্ষে আমরা কয়জন বন্ধু মিলে হাল্কা গান বাজনা করে ফেললাম সেদিন। সেটা সকলের সাথে শেয়ার না করলে কেমনে কি!! তাই পাবলিশ ও করে দিছি ভিডিও করে।
যারা অনলাইনে বইটি অর্ডার দিতে চান তারা রকমারি থেকে কিনতে পারেনঃ https://goo.gl/VMo1iJ
ফোনে অর্ডারঃ 01519521971 বা 01841115115
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)